Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে বৃক্ষ মেলা স্হলে কেটে ফেলা হলো বৃক্ষ 

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি::

খাগড়াছড়িতে বর্তমান এখানেই চলছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা যেখানে দুইটি কাঠবাদাম বৃক্ষ কেটে ফেলা হলো। খাগড়াছড়ি পৌর টাউন হলে কাঠবাদাম গাছ দুইটি কেটে সাভার করে দিলো কে বা কারা এই গাছটি কেটেছে জানে না খাগড়াছড়ি পৌর কতৃপক্ষ ।

খাগড়াছড়িতে কোন সরকারি কিংবা বেসরকারী কোন প্রোগ্রাম হলে টাউন হলের এই স্থান থেকে শুরু হয় যখন তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে তখন এ্ই কাঠবাদাম গাছটি নিছে গিয়ে অসংখ্য মানুষ আশ্রয় নিতো। অতচ গত কিছুদিন আগে বৃক্ষ দিবস উপলক্ষে সেখানে অনেক মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

তীব্র রোদ থেকে বাঁচতে অনেক মানুষ আশ্রয় খুজছিলো কাঠবাদাম গাছটি নিচে বসার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখেন বাদাম গাছের কোন ডালপালা নেই কে বা কারা কেটে ফেলেছেন। এতে ক্ষুদ্ব সাধারণ মানুষ।

কাঠ বাদামের গাছ ৩৫ মিটার (১১৫ ফুট) উঁচু হয়। গাছটির উপরের দিক থেকে আনুভূমিকভাবে ডালপালা বের হয়। এর ফলটি রসালো প্রকারের ও ভেতরের প্রকোষ্ঠে কয়েকটি বিচি থাকে। ফল পাকলে এই বিচিগুলো খাবার যোগ্য হয়। বিচিগুলো খেতে অনেকটা আখরোটের মতো। গাছের বয়স বাড়লে এর উপরের দিকের ডালপালা অনেকটা চ্যাপ্টা হয়ে যায়, দেখতে ফুলদানীর মতো লাগে।

শাখাপ্রশাখাগুলো স্তরে স্তরে সাজানো থাকে। পাতাগুলো আকারে বেশ বড়ো, ১৫-২৫ সেমি (৫.৯ – ৯.৮ ইঞ্চি) দীর্ঘ, এবং ১০-১৪ সেমি (৩.৯-৫.৫ ইঞ্চি) চওড়া, ডিম্বাকার, এবং চকচকে সবুজ বর্ণের হয়। শুষ্ক মৌসুমে পাতা ঝরে যায়। ঝরার আগে পাতাগুলো গোলাপী-লাল বা হলদেটে-খয়েরি রঙের হয়ে যায়।

Exit mobile version