Site icon দৈনিক এই বাংলা

নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পলিত

আল আমিন, নাটোর প্রতিনিধি::

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি -বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে শহরের কানাইখালি মিনি ষ্টেডিয়ামের সামনে থেকে নাটোরের জেলা প্রশাসক মিস আসমা শাহিন এর নেতেৃত্বে এক বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক কে এম আব্দুল মতিন, সমাজ সেবা অধিদপ্তর এর উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজ এর অব: উপাধ্যক্ষ ও গভর্ণিং বডির সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, সফল আত্মকর্মী ওমর ফারুক, যুবকদের কাহিনী জান্নাতুল ফেরদৌস,ই- লার্নিং /ফ্রী ল্যান্সিং এর সজীব হোসেন প্রশিক্ষণার্থী যুবক ও যুব নারী সংগঠকক নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পারভেজ হোসেন,ছাত্র প্রতিনিধি আব্দুস সামাদ শিশির প্রমূখ।

আলোচনা সভার শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথি আসমা শাহিন শপথ গ্রহণ ও যুব ঋণের চেক বিতরণ করেন। জেলায় এবার ৭৫ জনের মধ্যে ১ কেটি ৩২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এ আলোচনা সভায় বক্তরা বলেন, যে বয়সে দূর্ণিবার উদ্যোম আর অদ্ভূত প্রাণ শক্তিতে বলবান,সেই বয়সী যুবদের নিয়ে কাজ করছে, যুব উন্নয়ন অধিদপ্তর,যেন হতাশায় কর্মহীনতায় ঝরে না পড়ে,নূইয়ে না পড়ে তার উদ্যোম-উচ্ছ্বলতা বরং
প্রাণ শক্তি হয় দেশের সম্পদ। এ ভাবনা থেকে এখান থেকেই বেকার যুবরা হ’তে শেখে আত্নপ্রত্যয়ী।

উল্লেখ্য ১৯৭৮ সাল থেকে যুব অধিদপ্তরের কার্যক্রম । শিক্ষিত যুবদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ধ করা হয় প্রকল্প গ্রহনে। গড়ে তোলা হয় আত্মকর্মসংস্থান মূলক প্রকল্প উদ্যোক্তা।

Exit mobile version