বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::
রাঙ্গামাটি বাঘাইছড়ি কজোইড়িতে শুভ চাকমার হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারে দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্রগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য।
সন্ধ্যায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়ে খাগড়াছড়ি প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে খাগড়াছড়ি মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা করেন বিক্ষোভকারীরা।
এসময় পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য সদস্য, আকাশ ত্রিপুরা সভাপতিত্ব পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য সদস্য, কৃপায়ন ত্রিপুরা,সঞ্চলনায় বক্তব্য রাখেন বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক উক্যনু মারমা ও সাধারণ শিক্ষার্থী তোষিতা চাকমা।