Site icon দৈনিক এই বাংলা

পঞ্চগড়ে রাতের আঁধারে শতাধিক সুপারি’র গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি::

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মোঃ সুলতান আহমেদ নামে এক কৃষি উদ্যোক্তার বাড়ির পাশে লাগানো শতাধিক সুপারি, লোটকন ও মেহগনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ আগস্ট ) ভোরে উপজেলার ব্যাংহারি ইউনিয়নের খান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সুলতান আহমেদ একজন কৃষি উদ্যোক্তা । তিনি তার বাড়ির চারিদিকে নানা রকম ফলজ বৃক্ষরোপণ করেছেন। বছর দুয়েক আগে তিনি শতাধিক সুপারির গাছ, বিভিন্ন প্রজাতের লোটকন সহ মেহগনি গাছ লাগিয়েছিলেন। কিন্তু সোমবার রাতের আঁধারে তার বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা সুলতান আহমেদ বলেন , হয়তো পূর্ব শত্রুতার জের ধরে হিংসাবশত কেউ আমার বাগানের গাছগুলো কেটে দিয়েছে । আমার সন্তানের মত তিলে তিলে গড়ে তোলা গাছ কেটে আমার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। মানসিকভাবে আমি অনেক কষ্ট পেয়েছি। বছর দুয়েক আগে এই কাজগুলো লাগিয়েছি এইভাবে চললে থাকলে আমি সর্বশান্ত হয়ে যাব । নিজের পৈত্রিক জমিতে গাছ লাগালেও প্রতিহিংসা বসত রাতের আঁধারে গাছ কাটায় শঙ্কার মধ্যে রয়েছি। আজ গাছ কাটছে অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে এমন ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

এবিষয়ে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আমাকে খবর দেওয়া হলে, আমি ঘটনা স্থলে এসে দেখি, সুলতান আহমেদের বাড়ির পাশে লাগানো শতাধিক গাছপালা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তার পৈত্রিক জমিতে কয়েক বছর আগেও আম, লিচু, পিয়ারা,জাম্বুরা , কাঁঠাল , তেজপাতার বাগান সহ বিভিন্ন প্রজাতের গাছ পালা বাড়ির পাশে লাগিয়েছেন। আরও নতুন করে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। ওই চারা গুলো বাড়ন্তের সময় দুর্বৃত্তরা সোমবার রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে বাগান নষ্ট করে দেয়। এদের চিহ্নিত করে শাস্তি দিতেই হবে।

Exit mobile version