Site icon দৈনিক এই বাংলা

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব-

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নাটোরের কানাইখালিসহ ১৪ টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেনো নিয়মিত খেলাধুলা করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে । উপজেলা পর্যায়ে মাঠগুলো যথাযত ব্যবহার হলে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়ার তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন , উপজেলা পর্যায়ে যেসব মাঠ নির্মাণাধীন রয়েছে, সেগুলোর নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। পাশাপাশি দেশের যেসব উপজেলায় স্টেডিয়াম নেই, সেগুলো উপজেলায় স্টেডিয়াম তৈরী করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রাণালয়ের কর্মকর্তাসহ নাটোরের জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টেডিয়াম উদ্বোধন শেষে উপদেষ্টা নাটোর জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে যোগ দেন।

Exit mobile version