Site icon দৈনিক এই বাংলা

পঞ্চগড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র মানববন্ধন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি::

পঞ্চগড় শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় বেঙ্গল এলপিজি এনার্জি ফিলিং স্টেশনের প্রাথমিক অনুমোদন বাতিলের দাবিতে পঞ্চগড় চৌরঙ্গী মোড় শেরেবাংলা পার্কে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সড়ক সভাপতি কাজী মোকছেদ, সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক, পরিবেশ কর্মী নাট্যকার সাংবাদিক সরকার হায়দার, প্রবীণ গণমাধ্যমকর্মী ও বেলার নেটওয়ার্ক মেম্বার শহীদুল ইসলাম শহীদ, প্রকৌশলী মানিক খান, শেখ সাজ্জাদ হোসেনসহ ভুক্পতভোগী রিবারের সদস্যরা বক্তব্য দেন ।

এসময় বক্তারা জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশন স্থাপনের প্রাথমিক অনুমোদন বাতিলের দাবি জানিয়ে বলেন, রংপুর শহরের সিও বাজার এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের স্টোরেজ ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হওয়ায় এবং বিস্ফোরণের আশেপাশের এক কিলোমিটার এলাকা জুড়ে ঘরবাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি, যানবাহনের ক্ষয়ক্ষতি এবং ময়মনসিংহ শহরে এলপিজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পঞ্চগড় শহরের সুশীল সমাজ, সচেতন নাগরিক সমাজ এবং পুরাতন পঞ্চগড় রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এলাকার মানুষ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কে ” শহরের জেলা রেজিস্ট্রি অফিস সম্মুখে নির্মাণাধীন বেঙ্গল এলপিজির নকশা অনুমোদন বাতিলকরণ সহ পঞ্চগড় জেলার সকল এলপিজি ফিলিং স্টেশন সমুহের এলপিজি বিক্রয়ের অনুমোদন না থাকলে তা বাতিল করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় ‌। বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশনের মালিক আবরার মতিন আলিফ বলেন, বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশনটি আইনকানুন নিয়ম নীতিমালা মেনে স্থাপন করা হচ্ছে। একজন ফিলিং স্টেশনের মালিকের স্বার্থ হানি হবে মর্মে বাপাকে করছে। পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, জেলা প্রশাসক প্রাথমিক অনুমোদন দেওয়ায় পরিবেশ অধিদপ্তর প্রাথমিক অনুমোদন দেয়।

Exit mobile version