Site icon দৈনিক এই বাংলা

নাটোরের লালপুর থানায় ‘সেবাধর্মী থানা’ কার্যক্রমের উদ্বোধন

আল আমিন, নাটোর প্রতিনিধি::

প্রতিষ্ঠার ১৯৮ বছর পর সেবার মান বৃদ্ধিতে নাটোরের লালপুর থানাকে ‘সেবাধর্মী থানা’ হিসেবে ঘোষনা করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।

আজ শুক্রবার প্রধান অথিতি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন,রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সারোয়ার জাহান।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন লাবু, নাটোর সদর কোর্ট ইন্সপেক্টর মো. মোস্তফা কামাল, ইন্সপেক্টর অপরাধ শাখা নীরেন্দ্রনাথ মন্ডল, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার, গুরুদাসপুর থানার ওসি মো. আসমাউল হক, নলডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম, লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান, সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. রেজাউল করিম, ইন্সপেক্টর (ডিএসবি) মো. মশিউর রহমান, ইন্সপেক্টর (পুলিশ কন্ট্রোল) মো. আবু সাইদুর রহমানসহ অন্যান্য অফিসার, সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন থানার সেবা কার্যক্রমে পুলিশ সদস্যদের জনবান্ধব সেবা প্রদানের কথা উল্লেখ করেন। তিনি লালপুরের সাধারণ মানুষসহ তৃণমূল পর্যায় থেকে থানায় এসে তার কাঙ্খিত সেবা পেতে নতুন উদ্যমে শুরু হওয়া সেবাধর্মী থানায় কর্মরতরা ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান আরও বলেন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। মানুষের নিরাপত্তা, মানবাধিকার, নারী, শিশু ও বৃদ্ধদের প্রতি সচেতনতা বোধ ও সহজে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সে লক্ষ্যে রাজশাহী রেঞ্জের আটটি জেলায় আটটি থানাকে সেবাধর্মী থানায় রুপান্তর করা হচ্ছে। এ লক্ষ্যে লালপুর থানায় অভ্যর্থনা ও তথ্য সেবা ডেস্ক, প্রথম সাড়া দানকারী কর্মকর্তা ডেস্ক, অনলাইন জিডি সংক্রান্ত সেবা ডেস্ক, দেওয়ানি ও সম্পত্তি হেল্প ডেস্ক, নারী ও শিশু সেবা কক্ষ ও সহায়তা ডেস্ক এবং আইনি পরামর্শ সহায়তা ডেস্ক যুক্ত করা হয়েছে। এতে থানার সেবা কার্যক্রম আরও বেগবান হবে।

পরবর্তীতে থানার কর্মরত সকল পদমর্যাদার সদস্যদের সাথে ব্রিফিং সভায় ডিআইজি বলেন, সেবাধর্মী থানা হিসেবে লালপুর থানার যাত্রাকে প্রতিটি পুলিশ সদস্য যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি যথাযথ সেবা প্রদানে দায়িত্বরত সদস্যরা সেবা প্রত্যাশী মানুষকে দ্রুত প্রতিকার প্রদানের মাধ্যমে আস্থা অর্জনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে সেবাধর্মী থানা হিসেবে আমাদের এই প্রচেষ্টা সফল হবে।

Exit mobile version