Site icon দৈনিক এই বাংলা

নাটোরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

“আলোকিত হোন, প্রিয়জনকে বই উপহার দিন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।

আজ ১ আগস্ট শুক্রবার বিকেল চারটায় এই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ এই ভ্রাম্যমাণ বইমেলা।

ভ্রাম্যমাণ বইমেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত দশ হাজারেরও বেশি বিখ্যাত বই। বইমেলায় বিভিন্ন বইয়ের উপর ২৫% থেকে ৩৫% পর্যন্ত ছাড় দেয়া হবে বলেও জানিয়েছেন আয়োজক কমিটি। শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বইমেলায় আসেন। এই বইমেলা আজ থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত্রী আটটা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্তৃপক্ষ।

Exit mobile version