Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি পৌরসভার২০২৫-২৬ উন্মুক্ত বাজেট ঘোষণা

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা এই বাজেট ঘোষণা করা করেন।

এসময় খাগড়াছড়ি পৌর প্রশাসক বলেন, খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২শ২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭শ২৯ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭শ২৯ টাকা। এছাড়া বাজেটে সর্বোচ্চ ব্যয় স্বাস্থ্য খাতে এবং সর্বনিম্ন ব্যয় টেলিফোনে ও ওয়াইফাই বিল দেখানো হয়েছে। তবে নতুন করে কোন কর আরোপ করা হয়নি।

পৌরসভার সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পৌরসভার পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা’র সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহারিয়া ইউনুস।

এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরী সহ পৌর শহরের ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version