Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ১

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি::

খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবাসহ মো. মোশাররফ হোসেন জুয়েল (৩৭) নামক একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং একটি স্কুটি জব্দ করা হয়।
সোমবার (২৮ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাঁকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে মোশারফকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা স্কুটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৮শ পিস ইয়াবা টেবলেট সহ ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
জানাযায়, আটককৃত মোশারফ হোসেন জেলার পানছড়ি উপজেলার শান্তি নগরের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে।
আটকের পর সে নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশকে জানায়।

Exit mobile version