Site icon দৈনিক এই বাংলা

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পিং

বিপ্লব তালুকদার::

আজ পর্যন্ত খাগড়াছড়ি বোয়ালখালি ইউনিয়নের পুমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি রিজিয়ন এর আয়োজনে দীঘিনালা জোন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় বিনামূল্যে অসহায় ও হত দরিদ্রদের মধ্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

উক্ত মেডিক্যাল ক্যাম্পিং এ মেজর মো: মোজাম্মেল হক,মেডিসিন বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার,গায়নি বিশেষজ্ঞ, ক্যাপ্টেন মো:রাকিবুল ইসলাম রনি, আর এম ও এবং ক্যাপ্টেন লাবনী ইসলাম, এম ও আনুমানিক ৬৯৫ জন (পাহাড়ি:-৩৪৫, বাঙ্গালি:-৩৫০)পাহাড়ি,
বাঙ্গালি নারী-পুরূষকে স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি। চিকিৎসা সেবা প্রদান করেন।

উক্ত মেডিকেল ক্যাম্পিং এ বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব চয়ন বিকাশ চাকমা,উক্ত ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝিনু চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো বলে জানা যায়।

Exit mobile version