Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়িতে “জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” ও আলোচনা সভা হয়েছে।

শনিবার খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ বাক্যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, এনএসআইয়ের যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী,এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা, মহিলা বিষয়ক উপপরিচালক সুষ্মিতা খীসা, জেলা সমাজ সেবা উপ পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা।

Exit mobile version