আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরেন বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক মোঃ মহির উদ্দিনকে( ৩০) গ্রেফতার করেছে র্যাব। মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে।
এর আগে বিকেলে অজ্ঞাত ট্রাক ড্রাইভারকে আসামি করে মামলা দায়ের করে নিহত ইতি খাতুনের পরিবারের সদস্য নজরুল ইসলাম।
আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮ টায় মহিরকে গ্রেফতার করে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় এক নিহতের স্বজন অজ্ঞাত চালককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের উচ্চতর পর্যায় থেকে ঘাতক ট্রাকের চালককে গ্রেফতারের নির্দেশনা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ঘাতক ট্রাকের চালকের ব্যাপারে খোঁজ শুরু করে। চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সূত্রের তথ্য মতে নাটোর সদরের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চালক মহিরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের কামারখন্দগামী একটি মাইক্রোবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক পরিবারের ৭ জন সহ ৮ জন নিহত হন। তাদের সকলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও প্রাগপুর গ্রামে।