Site icon দৈনিক এই বাংলা

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যা

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুমি আক্তার (২০) নামের এক তরুণী। তিনি ওই গ্রামের কমরু মিয়ার মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে জুমি আক্তার বসতঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তার বাবা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই কৌশিক ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Exit mobile version