Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

আল আমিন, নাটোর প্রতিনিধি :

পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরিক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি নাটোর সদর উপজেলা ও জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রাজশাহীর বিভাগীয় সচিব ইয়াকুব আলী,নাটোর জেলার সভাপতি ইকরামুল হক খোকন,সাধারন সম্পাদক মোহাম্মদ আলী,নাটোর সদর উপজেলার সভাপতি সাইদুর রহমান,সাধারন সম্পাদক এস এম হাসান সহ কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন ১৭ ই জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরন পত্রটি বাতিল করে দেশেরসকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কমলমতি শিক্ষার্থী যাতে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষা ২০২৫ এ অংশগ্রহন করতে পারে এব্যাবস্থা করে দেওয়ার দাবী জানাচ্ছি আমরা।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা জান্নাতুর ফেরদৌস এর কাছে স্বারকলিপি দেওয়া হয়।

Exit mobile version