Site icon দৈনিক এই বাংলা

সাজেক-বাঘাইহাট সড়কে ১১ ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক

খাগড়াছড়ি প্রতিনিধি::

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড়ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া যান চলাচল প্রায় ১১ ঘণ্টার টানা প্রচেষ্টায় স্বাভাবিক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই)রাতভর টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নন্দারাম ও চম্পাতলী এলাকায় অন্তত তিনটি স্থানে বড় ধরনের পাহাড়ধস ঘটে।ফলে ভোররাত থেকে সাজেক-বাঘাইহাট সড়কের একাধিক অংশ মাটি চাপা পড়ে এবং সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল থেকে মাটি অপসারণ ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় অবশেষে বৃহস্পতিবার বিকেল নাগাদ সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে সড়ক সচল হওয়ায় সাজেকের পর্যটকসহ আটকে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। উপজেলা প্রশাসন থেকে পাহাড়পদে বসবাসকারীদের সর্তক থাকার পাশাপাশি চালকদের সতর্কভাবে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় বৃষ্টির মৌসুমে যে কোনো সময় পুনরায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে, তাই সচেতন ও প্রস্তুত থাকার বিকল্প নেই।

Exit mobile version