Site icon দৈনিক এই বাংলা

নবীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কল্যাণপুর এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।

‎রোববার (১৩ জুলাই) সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম হাসান খান (১৭)। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মোড়াউড়া গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, হাসান খান সকালে মোটরসাইকেলযোগে নবীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তবে ট্রাকটিকে শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version