Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠিত

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

জাতীয় সনাতন ধর্মীয় সংগঠন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদারকে আহ্বায়ক ও প্রভাত তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।

আগামী জন্মাষ্টমী মহোৎসব উদযাপন এবং পরবর্তী কাউন্সিল বা নির্বাচনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি কাজ করবেন।

আহ্বায়ক অশোক মজুমদার বলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি সনাতনী সমাজের ঐক্যের প্রতীক। গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে সংগঠন পরিচালনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে দায়িত্ব দেওয়ায় সনাতনী সদস্যদের প্রতি কৃতজ্ঞ।

সদস্য সচিব প্রভাত তালুকদার বলেন, দেশের সনাতনী জনগোষ্ঠীর অভিভাবক এই পরিষদ। সবাইকে নিয়ে জন্মাষ্টমী মহোৎসব সফল করা এবং সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনই আমাদের লক্ষ্য।

Exit mobile version