Site icon দৈনিক এই বাংলা

নাটোরে হিন্দু জোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আল আমিন (নাটোর)

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা-মামলা, নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ, মন্দিরের জমি দখল ভাংচুর, সংসদে নারী আসন প্রবর্তন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ প্রবর্তনের দাবীতে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট।

শুক্রবার শহরের কানাইখালি এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু যুব মহাজোট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী বিনোদ বিহারি দাস, নাটোর জেলা সভাপতি সুজিত ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন নাগ, সাংগঠনিক সম্পাদক সোমনাথ দাস প্রমুখ।

বক্তারা কুমিল্লাসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপর চালানো বর্বরতা, দখলসহ বিভিন্ন অপরাধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে অনুরোধ জানান।

Exit mobile version