বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)
গত ১৫ মে ২০২৫ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার আহবায়ক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটির অপর সদস্যরা হলেন, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবলার ও কোচ জ্যোতিবসু ত্রিপুরা, সাবেক ক্রিকেটার মাদল বড়ুয়া, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক আনিসুল আলম চৌধুরী অনিক, ক্রিকেটার ও সংগঠক রূপায়ন ত্রিপুরা, ক্রীড়া অনুরাগী মো. নজরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. রাকিব মনি ইফতি।
সাংবাদিক শাহরিয়ার ইউনুস সদ্য ঘোষিত জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় ক্রীড়া অঙ্গনে গতিশীলতা ফিরে আসবে মনে করেন ক্রীড়ামোদী, সংগঠক, সংগঠন ও তরুণ প্রজন্মের খেলোয়াড়রা। তিনি পেশাদার সাংবাদিক হিসেবেও সুনাম কুড়িয়েছেন এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে মাঠে পরিচিত লাভ করেছেন। নানাভাবে সহায়তা করে যাচ্ছেন জেলার পর্যটন ও পরিবেশের উন্নয়নে।
স্বজ্জন, সামাজিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক রয়েছে সাংবাদিক শাহরিয়ার ইউনুসের। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়া অঙ্গনের সাথেও নিবিড়ভাবে যুক্ত আছেন তিনি।
এলাকা ভিত্তিক ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্টে নিজের নামে টিম অংশগ্রহণ করাতেন। এছাড়াও খেলাধুলার পেছনে উৎসাহ যোগানোর পাশাপাশি আর্থিকভাবেও সহযোগীতা করতেন শাহরিয়ার ইউনুস।
জেলার বিভিন্ন ক্রীড়া আয়োজনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ক্রীড়ামোদী সমাজের কাছে প্রশংসীতও হয়েছেন। সম্প্রতি তিনি খাগড়াছড়ি পৌরসভার টিএলসিসি কমিটির বিশেষ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে জেলা শহরের মুসলিম পাড়া মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনেও বিচরণ রয়েছে তাঁর।
জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে ক্রীড়া সাংবাদিক হিসেবে শাহরিয়ার ইউনুস দায়িত্ব পাওয়ার পর কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি যখনি সুযোগ পেয়েছি ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেছি। এলাকাভিত্তিক যে কোন খেলাধুলায় উৎসাহ যোগানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে’। আমি নিজেও খেলাধুলার সাথে সম্পৃক্ত রয়েছি।
সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হওয়া আলোচিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট পুরো জেলায় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়া অনুরাগীদের বেশ আগ্রহ, উদ্দীপনা জাগিয়েছে। এ ধরণের আয়োজন জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাস্তবায়ন করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শাহরিয়ার ইউনুস।
এদিকে, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই নতুন কমিটির মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। নতুন নতুন খেলোয়াড় সৃষ্টিতে ভূমিকা রাখবে।
জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যকে নতুন করে কাজ করার তাগিদ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি কমিটির সকলকে মিলেমিশে একমত হয়ে জেলার ক্রীড়া উন্নয়নে দক্ষতা এবং সৃজনশীল, মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করতে পরামর্শ দেন।
সাংবাদিক শাহরিয়ার ইউনুস জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছাড়াও খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সামাজিক সংগঠনেও যুক্ত আছেন তিনি।
পথ চলায় সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভাকাঙ্ক্ষীদের পাশে চান শাহরিয়ার ইউনুস।