Site icon দৈনিক এই বাংলা

রাষ্ট্র মেরামতের সব উপাদান ৩১ দফাতেই আছে: আশিক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ যখন গভীর সংকটে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। তা নিঃসন্দেহে দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। তারেক রহমানের ৩১দফা শুধু একটি রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের বাঁচার অধিকার, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। ৩১ দফায় রাষ্ট্র মেরামতের সব উপাদান আছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।

শনিবার (২৮ জুন) বিকেলে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউপির টাইম বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ৩১ দফায় রূপরেখায় দুর্নীতিমুক্ত প্রশাসন, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, দেশের বিচার বিভাগের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, সংবিধান সংস্কার, নাগরিকদের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক মুক্তির স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। তাছাড়া ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের অন্যায়, শোষণ ও দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নই এই ৩১ দফার মূল কথা।

‎আশিক আরও বলেন, ‘দেশে যদি তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে আর কখনো কেউ গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা, বাকস্বাধীনতার অবরোধ, ভোটাধিকার হরণ, অত্যাচারের শিকার হবে না। তাই আমি সকল সহযোদ্ধা, জনগণ ও ছাত্রসমাজকে বলব, ‎৩১ দফা কেবল বিএনপির ইশতেহার নয়, এটি এদেশের মানুষের বেঁচে থাকার রূপরেখা। আসুন আমরা সবাই ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হই।’

এ সময় লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, ‘‎কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর আবুল মনছুর সিকদার, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, যুবদল নেতা এস. এম এমদাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিছুর রহমান, জুনাইদুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান, জসিম, আশেক উল্ল্যাহ, সাবেক ছাত্রনেতা মাস্টার শাহেদ, আহাদ, রাকিব, মিশকাত প্রমুখ।’#

Exit mobile version