Site icon দৈনিক এই বাংলা

মুরাদনগরে সনাতনী নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবলীগ নেতাকে বিএনপি বানিয়ে অপপ্রচার

বিশেষ প্রতিনিধি :::

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত ভাবে ছড়ানো হয়েছে গুজব। অভিযোগ  ফজর আলী নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে  বিরুদ্ধে। যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তাকে বিএনপি নেতা বলে বিভিন্ন ভিডিও ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় গণমাধ্যমেও বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচার করা হয়েছে হিন্দুর নারীকে ধর্ষণের খবর।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত  ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। অভিযুক্ত ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সে স্থানীয় ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও জাতীয় দৈনিক কালের কন্ঠে ফজর আলীকে বিএনপি কর্মী বলে দাবি করে সংবাদ ছাপা হয়েছে। কিন্তু যুবলীগের মিছিলের একাধিক ছবি প্রতিবেদকের হাতে এসেছে যেখানে অভিযুক্ত  ফজর আলীকে মিছিলের সামনে দেখা যাচ্ছে।

অভিযোগে সুত্রে জানা যায় , ভুক্তভোগী মহিলা গত ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চাচি শ্বরসতী বর্মন বলেন, ‘পাশের বাড়িতে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি পুজো চলছিল।আমি ঘর থেকে সেখানে যাব এমন সময় পাশের আরেক বাড়িতে কিছু শব্দ শুনতে পাই। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে পূজোর অনুষ্ঠান থেকে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন উপস্থিত হয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভাঙ্গা। পরে সকলের সহযোগিতায় আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি। ‘

এদিকে, ওই ভুক্তভোগী নারীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেয়া হয়েছে। এ নিয়ে তুমোল সমালোচনার লক্ষ্যবস্তু করা হয়েছে বিএনপিকে। ফজর আলী বিএনপির নেতা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। গুজবকে প্রতিষ্ঠিত করতে ভিন্ন একজন ভুক্তভোগীর ভিডিও বক্তব্যও ছড়ানো হয়েছে। যেখানে ওই নারী অভিযুক্তকে বিএনপি নেতা (জয়নাল মোল্লা) বলে বক্তব্য রেখেছেন।

তবে অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবকে প্রতিষ্ঠিত করতে  দুটি পৃথক ঘটনাকে এক করে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেয়া হয়েছে। মুরাদনগর থানায়  ধর্ষণের অভিযোগ করা নারী এক প্রবাসীর স্ত্রী ।

স্থানীয় বাসিন্দা সজীব বলেন, গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠান দেখছিলাম। পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমাদেরকে ওই ভুক্তভোগীর চাচী গিয়ে জানায় তার পাশের বাড়িতে কি যেন হচ্ছে। তখন আমরা সবাই সেখানে গিয়ে দরজা ভাঙ্গা দেখতে পাই। ঘরে প্রবেশ করে দেখি জোরপূর্বক ফজর আলী ওই নারীকে ধর্ষণ করছেন। পরে আমরা সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি।

ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, এ ঘটনার পর থেকে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে আমার ভাতিজির ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে। কালকে আমার ঘরে আমার পরিবারকে ধর্ষণ করতে পারে। আমরা এর সঠিক বিচার চাই আমাদের নিরাপত্তা চাই।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফজর আলীর মুঠোফোনে একদিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে। ‘

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ঘটনায় রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়,  ফজর আলী বিএনপির কর্মী দাবি করে অপপ্রচার করা হয়েছে  আওয়ামী লীগের সাবেক অবৈধ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের মিডিয়া উইং এর কর্মকর্তা আরিফ পরিচালিত মুরাদনগর লাইভ টিভিতে।  আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতা বলে প্রচার করার কারণে দলটির কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি চেষ্টা করে। আওয়ামী লীগ নিয়ন্ত্রিত ফেসবুক পেইজ মুরাদনগর লাইভ টিভিতে বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচারের নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক।

Exit mobile version