Site icon দৈনিক এই বাংলা

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘন্টা শিশু আবিরের মরদেহ উদ্ধার

আল আমিন (নাটোর)

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘন্টা পর শিশু মিনহাজ হোসেন আবিরের (৮) রক্তাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

২৬ জুন বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নিখোঁজ হয় শিশু আবিরের মরদেহ মহিষ ভাঙ্গা এলাকার একটি মসলার মিলের পাশে ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবির ওই এলাকার জনৈক মিলন হোসেনের একমাত্র ছেলে এবং মহিষ ভাঙ্গা এলাকার আবিদ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, আজ বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আবির। এই ঘটনায় সন্ধ্যার দিকে তার বাবা মিলন হোসেন থানায় একটি ডায়েরি করেন। রাত্রি নয়টার দিকে বনপাড়া পৌর এলাকার মহিষ ভাঙ্গা এলাকার বনলতা মসলা ফ্যাক্টরি পাশে আবিরের রক্তমাখা সাইকেল দেখতে পান এলাকাবাসী। এরপরে পরিবারের লোকজন এবং এলাকাবাসী আসে পাশে খুঁজতে থাকলে পাশেই ভুট্টার ক্ষেতে আবিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আমরা দ্রুততার সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Exit mobile version