Site icon দৈনিক এই বাংলা

নারীদের ১০ ( দশ) দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ১০ দিনব্যাপী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মহিলা সদস্যদের জন্য ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উপজেলা পরিষদ অডিটরিয়াম, সদরে অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আমমার হোসেন, বিভিএম, পরিচালক, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ি পার্বত্য জেলা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব রোকেয়া পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, খাগড়াছড়ি সহ উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা -দলনেত্রী।

এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কার্যকরী ভূমিকা পালন রাখবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রতি একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ তথা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।

সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রশিক্ষণার্থীরা বাহিনীর মহাপরিচালক মহোদয় কে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য এই সুন্দর প্রশিক্ষণ উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।

Exit mobile version