Site icon দৈনিক এই বাংলা

নাটোরে মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট কার্যক্রম বেগবান করতে ড্রামসেট বিতরণ

আল আমিন (নাটোর)

স্কাউট কার্যক্রম বেগবান করার জন্য নাটোর সদর উপজেলায় এডিপির অর্থায়নে ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে ড্রামসেট ও প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে শহরের নাটোর মহারাজা জেএন স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে ড্রাম সেট এবং ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা প্রমুখ।

প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এবং স্কাউট কার্যক্রম বেগবান করার জন্য ড্রামসেট ও ফাস্ট এইড বক্স বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে ।

Exit mobile version