Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল।

গতকাল বিকেলে খাগড়াছড়ি শহরের কলাবাগানে জেলা বিএনপির সভাপতির বাসভবনের হলরুমে পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ প্রদান করা হয়।

পরীক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, পতিত আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। পবিত্র শিক্ষাঙ্গণে সন্ত্রাসী কার্যক্রম চালাত নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা। ভবিষ্যতে যেন এ পরিবেশ আর ফিরে না আসে সে দিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জেলা ছাত্র দল সভাপতি আরিফুল ইসলাম জাহিদ অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

Exit mobile version