Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

খাগড়াছড়িতে জাতীয় ফল মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, পাহাড় ফল উৎপাদনের একটি বড় হাব হতে পারে। এখানকার উৎপাদিত বিভিন্ন ফলফলাদির উৎপাদন ও চাহিদা বাড়ানোর প্রতি জোর দেন তারা।

সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে ফল মেলার উদ্বোধন করেন অতিথিরা।

মেলার এবারের প্রতিপাদ্য বিষয় “দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই”।

Exit mobile version