Site icon দৈনিক এই বাংলা

বাহুবলে সেনাবাহিনীর অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবল উপজেলার বানিয়াগাঁও গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মর্তুজ আলী (৪৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে বানিয়াগাঁও গ্রামের আয়াত আলীর কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯২ কেজি গাঁজা জব্দসহ মর্তুজ আলীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে বাহুবল মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মাঝে এ অভিযান স্বস্তি সৃষ্টি করেছে। তারা সেনাবাহিনী ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Exit mobile version