Site icon দৈনিক এই বাংলা

অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অচিন্ত পাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ইঁদুর মারার বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

নিহত অচিন্ত পাল ওই গ্রামের মৃত অভিনাশ পালের ছেলে। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে পান বিক্রির দোকান চালাতেন।

নিহতের বড় ভাই অসিম পাল জানান, কিছুদিন আগে হঠাৎ করেই জানা যায় অচিন্ত বিপুল ঋণে জড়িয়ে পড়েছেন। পরে জানা যায়, তিনি অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ঋণ পরিশোধ করে তাকে পুনরায় ব্যবসা শুরু করতে সহায়তা করেন।

তবে সোমবার (১৬ জুন) সন্ধ্যায় অচিন্ত জমি বিক্রি করতে চাইলে পরিবারের সদস্যরা আপত্তি জানান। এতে অভিমানে তিনি পরিবারের সবার অজান্তে ইঁদুর মারার বুলেট জাতীয় বিষ পান করেন।

পরিবার ও স্থানীয়রা জানান, বিষপানের কিছুক্ষণ পরই অচিন্তের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বিষপানের কথা জানান। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের এক আত্মীয় জানান, অচিন্তের বাবা মারা গেলেও মা ও ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। তবে অনলাইন জুয়ায় আসক্তির কারণে পারিবারিক অশান্তি বাড়ছিল।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. দুলাল আহমেদ চৌধুরী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। তরুণ সমাজে অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

Exit mobile version