Site icon দৈনিক এই বাংলা

নৌকার মাঝি হতে চান ব্যারিস্টার মনোয়ার

 ::: নিজস্ব প্রতিবেদক :::

নাগরিক ফোরামের ব্যানারে নানা কর্মসূচিতে সক্রিয়  ব্যারিস্টার মনোয়ার হোসেন।  চট্টগ্রামের নানা সমস্যায় কথা বলেছেন রাজপথে, গণমাধ্যমসহ বিভিন্ন ফোরামে। যুক্তরাজ্য প্রবাসী  এই সাবেক ছাত্রনেতা  নেতা এবার বোয়ালখালী- চান্দগাঁও আসনের উপ নির্বাচনে নৌকার প্রার্থী হবার আলোচনায়।

শনিবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে ব্যারিস্টার মনোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আয়োজন করেন। মতবিনিময় সভায় তিনি নিজের সম্পর্কে এবং চট্টগ্রামের বিভিন্ন অমীমাংসিত সমস্যা  সম্পর্কে অনেক বিষয় তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘ সরকারের নানা উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। চান্দগাঁও ও বোয়ালখালীর অবহেলিত জনগোষ্ঠীর পাশে থাকতে চাই। ‘

চট্টগ্রামের জলাবদ্ধতা, যানজট, মশার অত্যাচার, সংস্কারবিহীন ভাঙ্গা রাস্তা, পরিবেশ ও শব্দ দূষণ প্রধানমন্ত্রীর স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে গুড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের আহবায়ক ব্যারিস্টার মনোয়ার হোসেন।

গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ মৃত্যু বরণ করলে তাঁর সংসদীয় আসন চান্দগাঁও-বোয়ালখালী আসনটি শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ব্যারিস্টার মনোয়ার হোসেন।তিনি বৃটেনের আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এবং টিভি টকশোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের সহায়তা এবং হুজ হু বাংলাদেশসহ বিভিন্ন সম্মাননা প্রাপ্তির পেয়েছেন। যুক্তরাজ্য প্রবাসী  প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার মনোয়ার হোসেন এবার নিজ এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন চান।

Exit mobile version