Site icon দৈনিক এই বাংলা

ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি, কিন্তু এখনই তাকে মারবো না: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে কিছুক্ষণ আগে একাধিক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

প্রথম পোস্টে তিনি লেখেন,

“আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু। কিন্তু তিনি আপাতত নিরাপদ—আমরা তাকে খুঁজে বের করে (হত্যা) করবো না, অন্তত এখনই নয়।”

পরবর্তী পোস্টে ট্রাম্প উল্লেখ করেন,

“আমরা চাই না বেসামরিক নাগরিক কিংবা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। তবে আমাদের ধৈর্যের সীমা ক্রমশ ফুরিয়ে আসছে।”

এর কিছুক্ষণ পর তৃতীয় একটি পোস্টে ট্রাম্প স্পষ্টভাবে জানান,

“ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে।”

সবশেষে এক চূড়ান্ত সতর্কবার্তায় তিনি লেখেন, Unconditional surrender!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)

Exit mobile version