Site icon দৈনিক এই বাংলা

হবিগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশন অতিক্রম করছিল। এ সময় এক যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে চলাফেরা করছিলেন। হঠাৎ ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version