Site icon দৈনিক এই বাংলা

বানিয়াচঙ্গে গভীর রাতে সেনাবাহিনীর অভিযান: ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-বানিয়াচং সদর ইউনিয়নের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালখানী (গড়ের পাড় হাটি) এলাকার রিজিয়া আক্তার (৩০) ও তার স্বামী কলিম মিয়া (৩৮)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কলিম মিয়া ও রিজিয়া আক্তার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিকবার মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুন (বৃহস্পতিবার) গভীর রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১৩ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

পরে আটককৃতদের বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মাস দেড়েক আগে কলিম মিয়াকে একই ধরনের অপরাধে থানা পুলিশের একটি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে ও তার পরিবার।

স্থানীয়রা এ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Exit mobile version