Site icon দৈনিক এই বাংলা

নীলফামারীতে ৫৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে

মোঃ জহুরুল ইসলাম নীলফামারী

 

নীলফামারীতে ঈদুল আযহা উপলক্ষ্যে সীমান্ত অপরাধ দমন, সীমান্তে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে ৫৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সীমান্ত অপরাধ দমন, সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এ বছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু দেশে ঢুকতে না পারে, সেজন্য ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

একইভাবে ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে ঠাকুরগাঁও সেক্টর এবং ৫৬ বিজিবি।

এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর থাকবে।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক আরও বলেন, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে রংপুর রিজিয়ন, ঠাকুরগাঁও সেক্টর তথা ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ-ইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version