Site icon দৈনিক এই বাংলা

নাটোর মহাসড়কে গাড়ি থামিয়ে পান ব্যবসায়ীর টাকা ছিনতাই – প্রধান আসামী গ্রেফতার

আল আমিন নাটোর

নাটোরে মহাসড়কের গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় মামলায় প্রধান আসামী জীবন হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে পাবনার ছোট শালগাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জীবন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, গত ১৭ মে সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন ও একই গ্রামের বেল্লাল হোসের নাটোরের দত্তপাড়া পান মোকামে পান নিয়ে আসেন। এরপর এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করে তারা হিউম্যান হলারে করে বাড়ি ফিরছিলেন। পথে বিকেলে চারটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দু’জন এসে তাদের গতিরোধ করে। এসময় পুলিশ পরিচয়ে প্রথমে তাদের পিস্তল দেখায় এবং পরে ছুরি ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর দু’জন দুর্বৃত্ত মোটরসাইকেল করে দ্রুত পালিয়ে যায়। এদিকে ছিনতাই কার্যক্রমের একটি ভিডিও পান ব্যবসায়ী বেল্লাল ধারণ করে রাখেন। সেখানে ছিনতাইকারী দুর্বৃত্তদের দেখা যায়। সেদিন সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় জীবনকে গ্রেফতার করা হয়। তার সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

Exit mobile version