Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে ভিজিএফ’র চাল বিতরণ

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়িতে ঈদুল আযহাকে সামনে রেখে সুবিধাবঞ্চিতদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেছে পৌরসভা। সকালে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে ঈদগাহ মাঠে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ সময় পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পৌরসভার ৯ ওয়ার্ডের
৪ হাজার ৬ শ ২১ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

জেলা প্রশাসন দপ্তর থেকে জানানো হয়, ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় জেলায় যে বরাদ্দ এসেছে তা বন্টনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোতে প্রদান করা হয়েছে।

Exit mobile version