Site icon দৈনিক এই বাংলা

নাটোরে ঔষধের দাম নিয়ে দুই গ্রাম্য চিকিৎসকের বিরোধ-একজনের হাতের রগ কেটে দিলেন অপরজন

আল আমিন,নাটোর প্রতিনিধি:

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজারে ঔষধের দাম নিয়ে কথা কাটাকাটির জেরে আশরাফুল ইসলাম(৩৫) এক গ্রাম্য চিকিৎসকের হাতের রগ কেটে দিয়েছেন ওসমান গণি (৪৩) নামে অপর এক চিকিৎসক।

এ ঘটনায় আশরাফুলের বাম হাতের রগ কেটে গেছে। তাকে আহত অবস্থায় প্রথমে নাটোর জেলা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গতকাল সোমবার (২রা জুন) রাত সাড়ে ৮টায় জালালাবাদ বাজারে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দিনে ৫৫ টাকার একটি মলম এক ব্যক্তি ৩৮ টাকায় কেনেন ওসমানের দোকান থেকে। এটা জেনে আশরাফুল ওসমানের নিকট সমিতির নির্ধারিত দামে বিক্রি না করার কারন জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনা বিকেলে মিমাংসা করে দেন বাজারের অন্য ব্যবসায়ীরা। রাত সাড়ে ৮টার দিকে অতর্কিতভাবে ওসমান ও তার ভাতিজা কাওসার আশরাফুলের দোকানে এসে তাকে মারপিট শুরু করেন। হাত দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে ওধুষের পাতা কাটার কেঁচি আশরাফুলের বাম হাতে ঢুকিয়ে দেয় ওসমান। আশরাফুলের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, দুই চিকিৎসকের পূর্ব বিরোধে এমন ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version