Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জুলফিকার মো. আখতার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হকসহ প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নাটোরে দুধের শ্বেত বিপ্লব ঘটেছে। প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে জেলায় দুধের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে।

Exit mobile version