Site icon দৈনিক এই বাংলা

নাটোরের লালপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব -৪৮ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৫৮ জন

আল আমিন, নাটোর প্রতিনিধি:::

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক আসছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। গত ৪৮ ঘন্টায় অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শনিবার (৩১ মে) বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আক্রান্ত রোগীরা পাশ্ববর্তী পাবনার ঈশ্বরদী ইপিজেডের ডেনিম ভিনটেজ (এবা), নাকানো ইন্টারন্যাশনাল বিডি অন্য কোম্পানির শ্রমিক।

জানা গেছে, গত বৃহস্পতিবার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান (ইপিজেড) দুপুরে শ্রমিকদের খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে কিছু শ্রমিক অসুস্থ হতে শুরু করেন। তাৎক্ষণিক কিছু শ্রমিক ছুটি নিয়ে চলে গেলেও পরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গত ৪৮ ঘন্টায় অনন্ত ৫৮ শ্রমিক ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে যান হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি চলে গেলেও আশঙ্কাজনক অবস্থায় অনন্ত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা নারী ও পুরুষ ওয়ার্ডে ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে হঠাৎ ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসক ও কর্মচারীরা। তারা জানান, গতকাল থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি আসছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল
অফিসার ডা. রাকিবা তাসনিম শ্রমিকদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, সবারই খাদ্যে ব্যাকটেরিয়াজনিত কারণে ডায়রিয়া ও পাতলা পায়খানা হয়েছে।

Exit mobile version