Site icon দৈনিক এই বাংলা

মাটিরাঙ্গা উপজেলায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

বিপ্লব তালুকদার প্রতিনিধি::

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২২ পিস ইয়াবাসহ মোঃ শাহিন (২৩) রফিকুল ইসলাম(২৭) ও মো: শাহাজাহান (২৮)কে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার শাহা আলী’র নেতৃত্বে একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া ইসলামপুর এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ শাহিন, রফিকুল ইসলাম, ও মো: শাহাজাহান কে আটক করতে সক্ষম হয় ।

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ড নতুন পাড়া ১০নং ইসলামপুর এলাকার মৃত কামাল হোসেন এর ছেলে মো: শাহিন, একই এলাকার মো: সুরুজ মিয়া’র ছেলে রফিকুল ইসলাম, মো: ইব্রাহিমের ছেলে মো: শাহজাহান।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানিয়েছেন ,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মাদক কারবারিদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীতেও এ ধরনেরধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version