Site icon দৈনিক এই বাংলা

বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর মিশন

  স্পোর্টস ডেস্ক

দেশের ক্রিকেটে এখন ফারুক আহমেদকে নিয়ে চলছে অস্থিরতা। তার মনোনয়ন বাতিলে বিসিবির সভাপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। বিসিবিতে যখন শীর্ষ পদ নিয়ে তোলপাড়, ঠিক এই সময়ে পাকিস্তানে আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ হারলে সংযুক্ত আরব আমিরাতের পর আরও একটি ব্যর্থ টি-টোয়েন্টি মিশনে নাম লেখাবে লিটন দাসরা। তাই সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই তাদের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

অবশ্য প্রথম ম্যাচ যেভাবে হেরেছে তাতে করে ব্যাটারদের ইন্টেন্টের কথাই ঘুরে ফিরে আসছে। লাহোরে সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে হেরেছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে স্বাগতিক পাকিস্তান ৭ উইকেটে ২০১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এমনিতেই রানপ্রসবা বলে পরিচিত। পাকিস্তান সুপার লিগেও দেখা গেছে তেমন। পাকিস্তান প্রথম ইনিংসে দুইশ প্লাস রান করে সেটা আবারও প্রমাণ করেছে। কিন্তু বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, তখন মনে হয়েছে এই মাঠে বুঝি ব্যাটিং কষ্টকর। ১৯.২ ওভারেই তারা গুটিয়ে যায় ১৬৪ রানে। শেষ পর্যন্ত নিজেদের খেলার ধরনে ইন্টেন্টের ঘাটতিকে সামনে আনেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

বড় রান তাড়ায় ব্যাটাররা যেভাবে খেলেছেন তাতে করে তাদের মানসিকতা নিয়েই প্রশ্ন উঠেছে। যেমন পঞ্চম ওভারে খেলতে এসে ২২ বলে ১৭ রান করতে পেরেছেন মারকুটে তাওহীদ হৃদয়। তাতে করে পাকিস্তান ইনিংসের তুলনায় নিজেদের মানসিক অবস্থানটা আরও প্রকট হয়ে ধরা দেয়। বিশেষ করে ধাক্কার পর কীভাবে মোমেন্টাম ফিরে পেতে ব্যাটিং করতে হয় সেটা ভালো করেই দেখিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ ও শাদাব খানরা।

কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেই জায়গায় পিছিয়ে। শুধু হৃদয়ের বেলাতেই এমনটা ঘটেনি। লিটন দাস, তানজিদ তামিমরা সেট হওয়ার পরও প্রথম ম্যাচে উইকেট বিলিয়ে এসেছেন। তাই প্রথম ম্যাচের সেই ভুলগুলো আজ শুধরে নেওয়ার বিকল্প নেই। মুশতাক আহমেদ ম্যাচের পরই বলেছেন, ‘কৌশলগতভাবে আমরা সেরকম স্মার্ট ছিলাম না। বিশেষ করে লিটন যখন, খেলতে আসে তখন মনে হচ্ছিল ম্যাচ আমাদের পক্ষে। কিন্তু ওভার প্রতি ১৩-১৪ রান অনেক বেশি হয়ে যায়। তাই কোচ হিসেবে তাদের সঙ্গে আমার কথা বলতে হবে যে মাঝের ওভারগুলোতে কীভাবে ইন্টেন্ট নিয়ে খেলতে হবে।’

দলের বোলিং বিভাগ নিয়েও ভাবতে হবে। গর্ব করার মতো স্পিন বিভাগ হলেও মেহেদী হাসান ও রিশাদ হোসেনরা প্রথম ম্যাচে ৪ ওভারে ৯১ রান বিলিয়েছেন। তাই কার্যকরী বোলিংয়ের বিষয়টাও মাথায় রাখতে হবে।

সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ হয়তো একটি পরিবর্তন আনতে পারে। একাদশে আসতে পারেন নাজমুল হোসেন শান্ত।

Exit mobile version