Site icon দৈনিক এই বাংলা

আমরা নির্বাচনের অপেক্ষায় – খসরু

প্রেস বিজ্ঞপ্তি :::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। এটা কোন দল চাই না চাই, এটা বড় কথা না। গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ এরশাদ উল্লার সভাপতিত্বে সদস্য সচিব নাজিমুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম ,আবুল হাসেম বক্কর।

সব সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ উল্লেখ করে খসরু বলেন, দিন শেষে সংস্কার, বিচার যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। একটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান।

তিনি নেতাকর্মীদের ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়- দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে। স্পিড চলে গেলে হবে না। নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। এখন মানুষের যে প্রত্যাশা, ছোটখাটো দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকলে ওরা পিছিয়ে পড়বে। যারা এসব দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকবে, তারা আগাতে পারবে না, পিছিয়ে যাবে। সামনের বড় চিত্র দেখতে হবে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনায় একটি সঠিক বাংলাদেশ গড়তে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও গতিশীল হতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। যারা এই দ্বিধায় থাকবেন, তারা পিছিয়ে পড়বেন। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, সময় বড় চিত্র দেখার।

Exit mobile version