Site icon দৈনিক এই বাংলা

বিসিবি’র নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি হওয়ার আগে ৫৭ বছর বয়সি বাংলাদেশের প্রথম এই টেস্ট সেঞ্চুরিয়ান দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। পরিবার নিয়ে থেকেছেন অস্ট্রেলিয়ায়। এবার হাল ধরেছেন দেশের ক্রিকেটের।

সাবেক দুই সভাপতি নাজমুল হাসান পাপন ও ফারুক আহমেদের মতো বুলবুলও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। তিনি বিসিবির ১৬তম সভাপতি নির্বাচিত হন।

শুক্রবার প্রজ্ঞাপন জারি করে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এদিন ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

Exit mobile version