Site icon দৈনিক এই বাংলা

নাটোরে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রেখে স্বর্ণ ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি পালন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে নাটোরে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রেখে দোকানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা।

নাটোর জুয়েলারী অ্যাসোসিয়েশন এর সভাপতি স্বপন পোদ্দার জানান, রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাড়া দেশের ন্যায় নাটোরের জুয়েলারি দোকান বন্ধ থাকবে ।

উল্লেখ্য গতকাল বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Exit mobile version