Site icon দৈনিক এই বাংলা

বিদ্যুৎ স্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

স্বপন রবি দাশ

(হবিগঞ্জ প্রতিনিধি)

 

ঢাকার উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফকরুল মিয়া (১৭) নামে এক কিশোর হোটেল কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা এবং ছফিল মিয়ার ছেলে।

বুধবার (২৭ মে) বিকালের দিকে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় শাহজালাল হোটেলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফকরুল হোটেলটিতে গ্লাসবয় হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো দায়িত্ব পালন করতে গিয়ে তিনি পানির ফিল্টারের সুইচ লাগাতে গেলে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে যান।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মামা মহসিন মিয়া বলেন, “আমার ভাগিনা ফকরুল একটি হোটেলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলা ২টায় মৃত্যুবরণ করেছে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। এক অল্প বয়সী কর্মঠ তরুণের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকার মানুষজন গভীরভাবে শোকাহত।

Exit mobile version