Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি::

‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’-এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ /২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজনে ও খাগড়াছড়ি সিভিল সার্জনের বাস্তবায়নে সকালে সিভিল সার্জন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুল আরা সুলতানা ও বিশেষ অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম সুমন।

এসময় পুষ্টি বিষয়ে খাগড়াছড়িতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীরের পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সহ জাতীয় পুষ্টি সপ্তাহে আসা অতিথিরা।

Exit mobile version