Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি দীঘিনালায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই

বিপ্লর তালুকদার.খাগড়াছড়ি প্রতিনিধি::

দীঘিনালায় রাজনৈতিক মামলায় ইউপি সদস্য যুবলীগের নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। শনিবার (২৪ মে ২০২৫) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেফতার করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।

দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানাযায়, বাবুছড়া ইউনিয়নের মসজিদপাড়া এলাকা থেকে বাবুছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন (৪২ ) এবং বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. জিয়াউর রহমান (৪০)কে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে দীঘিনালা থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ০৫ আগস্ট পরবর্তী রুজু হওয়া মামলায় একজন এজাহারভুক্ত আসামী এবং অন্যজন তদন্তে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version