Site icon দৈনিক এই বাংলা

ঢাকায় ঝটিকা মিছিল থেকে ইউপি চেয়ারম্যান লাকী গ্রেপ্তার

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

ঢাকায় ঝটিকা মিছিল থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটকের পর মঙ্গলবার (২০ মে ২০২৫) রাতেই তাকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানার পুলিশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে মাহমুদা বেগমকে আটক করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাহমুদা বেগম লাকী খাগড়াছড়ি জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিলেন।মেরুং ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ী হয়ে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই সাথে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ ম্পাদকের দায়িত্বে ছিলেন।

Exit mobile version