Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঋত্বিক সম্মেলন ও শিল্পী সম্মাননা প্রদান

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

মাসব্যাপী বৈশাখী পরিক্রমা উপলক্ষে পুনর্মিলনী ঋত্বিক সম্মেলন ও শিল্পী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

বৈশাখী পরিক্রমা উদযাপন পরিষদ এর উদ্যোগে খাগড়াছড়ি শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয় সকালে বেদ মাঙ্গলিক, নহবত, ঊষাকীর্তন সহ নিত‍্য বিনতি প্রার্থনা অনুষ্ঠিত হয়। ।

এর আগে মাসব্যাপী বৈশাখী পরিক্রমাকে কেন্দ্র করে ঋত্বিক সম্মেলন ও ধর্মসভা এবং পরে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় সৎসঙ্গ আশ্রমে। শুধু তাই নয় বহু ভক্তবৃন্দরা শ্রীশ্রীঠাকুরের বাণীর স্লোগান সহ নাম সংকীর্তন পরিবেশন করেন। পরে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়।এতে সম্মিলিত হন প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ সৎসঙ্গীরা।

অনুষ্ঠানের এক পর্যায়ে সম্মেলনে আগত ঋত্বিকদের মাঝে দান সামগ্রী তুলে দেন সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদকে পরিবারের সদস্যরা।

Exit mobile version