মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি::
রাঙামাটিতে পূর্বদেশ পত্রিকার সাংবাদিক ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন জেলা যুবলীগ নেতা মিলন নন্দী নান্টু। এতে গুরুতর আহত হন সাংবাদিক কামাল। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুর এলাকায়, পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড প্রশাসন ভবনের সামনে। সাংবাদিক কামাল জানিয়েছেন, ঘটনার সময় ভবনটির সংস্কারকাজ চলছিল। ভবনের উপরতলা থেকে গড়িয়ে পড়া ইটপাটকেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপর তিনি কাজের নিরাপত্তাহীনতার বিষয়ে প্রতিবাদ জানান এবং কাজ বন্ধ রাখতে বলেন।
প্রতিবাদের প্রায় এক ঘণ্টা পর ঠিকাদার পরিচয়ধারী যুবলীগ নেতা নান্টু ৫-৭ জন শ্রমিকসহ কামালের ওপর হামলা চালান। তারা কিল-ঘুষি ও নির্মাণ কাজে ব্যবহৃত রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে। কামালের অভিযোগ, হামলাকারীরা তার কাছ থেকে একটি দামি মোবাইল ফোন ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান জানান, কামালের কপালে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মিলন নন্দী নান্টুকে প্রধান আসামি করে ৫-৬ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন সাংবাদিক কামাল উদ্দিন। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শাহেদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিলন নন্দী নান্টু নিষ্ক্রিয় যুবলীগের রাঙামাটি জেলা কমিটির সদস্য এবং দীর্ঘদিন ধরে দলীয় পরিচয়ে ঠিকাদারি কাজ করে আসছেন।
রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা জানান, কয়েকদিন ধরে প্রশাসন ভবনের উপরের তলায় অরক্ষিতভাবে নির্মাণকাজ চলছিল। এ নিয়ে কয়েকবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আহত সাংবাদিক কামাল উদ্দিনকে হাসপাতালে দেখতে যান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, জেলা বিএনপি নেতা আলী বাবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।”
এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান